ক্লাস ১২ চতুর্থ সেমিস্টার বাংলার প্রশ্ন-উত্তর (class 12 4rd semester bengali)

গল্প

প্রশ্ন – “…গাঁ-সুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল।” -গ্রামের লোকদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনি অবলম্বনে আলোচনা করো।

প্রশ্ন – “…নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়।” -যে ঘটনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তা আলোচনা করো।

প্রশ্ন – দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম।” -দামিনী কে ছিল? ঘটনাটি উল্লেখ করো।

প্রশ্ন – আমি তো পাস করা ডাক্তার নই….।” -মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। বক্তা সম্পর্কে কাহিনি থেকে যা জানা যায় নিজের ভাষায় লেখো।

প্রশ্ন – “তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল।” -বুড়ো ঘোষাল কে ছিল? তার কথার যে নানারকম প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো।

প্রশ্ন – ‘কুণ্ডু মাঝির সাথে তো চালাকি চলবে না।” কোন্ প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে? নিজের বক্তব্যের সমর্থনে কুন্তু যা যা করেছিল তার বর্ণনা দাও।

প্রশ্ন – “… শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল-ভরা পরম উপভোগ্য শিহরণ।” যে ঘটনার পরিপ্রেক্ষিতে লেখক এ কথা বলেছেন নিজের ভাষায় লেখো।

প্রশ্ন – ‘দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোন জবাব বার হল না…” -দামিনীর মুখ দিয়ে কোন্ জবাব বের হয়েছিল? ঘটনাটি উল্লেখ করো।

প্রশ্ন – “ব্যাখাটা দেওয়া উচিত ছিল কুন্তু গুণীর।” কোন্ প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কুহু কী কথা বলেছিল?

প্রশ্ন – “একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়।” কর কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো।

প্রশ্ন – “সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত…।” -কে, কার সম্পর্কে এ কথা ভেবেছে? তার যে মনোভাবের প্রকাশ এখানে ঘটেছে আলোচনা করো। 

প্রশ্ন – “.. অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়।” -কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? এর কী নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? 

প্রশ্ন – “মানুষের মত কি যেন একটা নড়াচড়া করছে।” কোথায় দৃশ্যটি দেখেছিল? প্রকৃত ঘটনাটি কী ছিল?

প্রশ্ন – ধীরেনের বাড়িতে শুভ্রার মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো।

প্রশ্ন – “আর দেরি না করে এখুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত।” -কার, কখন এ কথা মনে হয়েছিল? এজন্য তাকে কী করতে দেখা গিয়েছিল?

প্রশ্ন – “শান্তির আর এতটুকু সন্দেহ রইল না।” কোন বিষয়ে সন্দেহ ছিল না? এর প্রতিক্রিয়া কী ঘটেছিল?

প্রশ্ন – ‘হলুদ পোড়া’ গল্পে ধীরেন চরিত্রের যে রূপান্তর লক্ষ করা যায় তা আলোচনা করো।

প্রশ্ন – ‘হলুদ পোড়া’ গল্পের কুন্তু চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও।

প্রশ্ন – ” ‘হলুদ পোড়া’ একটি সংস্কারাচ্ছন্ন পল্লীসমাজের ভৌতিক বিশ্বাসের গল্প।” ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো।

প্রশ্ন – “হলুদ পোড়া-সংস্কারের আবর্তে মনসত্বের জয়ধাজা।” -কাহিনি বিশ্লেষণ করে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো।

প্রশ্ন – ছোটোগল্প হিসেবে ‘হলুদ পোড়া’ গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

কবিতা

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

নাটক

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

প্রশ্ন –

Leave a Comment