থাইরক্সিন, ইনসুলিন এবং অ্যাড্রেনালিনের পার্থক্য:-
| থাইরক্সিন | ইনসুলিন | অ্যাড্রেনালিন |
| 1. এর উৎস থাইরয়েড গ্রন্থি। | 1. এর উৎস আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থির বিটা কোশ। | 1. এর উৎস অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অঞ্চল। |
| 2. আয়োডিন এই হরমোনের একটি বিশেষ উপাদান। | 2. আয়োডিন থাকে না। | 2. আয়োডিন থাকে না। |
| 3. রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, কারণ এর প্রভাবে যকৃৎস্থিত গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়। | 3. রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। কারণ এর প্রভাবে রক্তস্থিত গ্লুকোজ যকৃৎ-এ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। | 3. রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। |
| 4. হৃদ্গতি নিয়ন্ত্রণে এবং BMR নিয়ন্ত্রণে এই হরমোনের ভূমিকা আছে। | 4. হৃদ্গতি নিয়ন্ত্রণে ও BMR নিয়ন্ত্রণে এই হরমোনের বিশেষ কোনো ভূমিকা নেই। | 4. হৃদ্গতি নিয়ন্ত্রণে এবং BMR নিয়ন্ত্রণে এই হরমোনের বিশেষ ভূমিকা আছে। |
| 5. এই হরমোনের ক্রিয়া দীর্ঘস্থায়ী। | 5. এই হরমোনের ক্রিয়া দীর্ঘস্থায়ী। | 5. এই হরমোনের ক্রিয়া দীর্ঘস্থায়ী নয়। |
| 6. প্রাণীদের জরুরিকালীন অবস্থা নিয়ন্ত্রণে এই হরমোনের কোনো ভূমিকা নেই। | 6. এক্ষেত্রেও কোনো ভূমিকা নেই। | 6. প্রাণীদেহে জরুরিকালীন অবস্থা নিয়ন্ত্রণে এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর