প্রাণী হরমোনের বৈশিষ্ট্য:- (i) প্রাণী হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী বা অ্যামাইনোমধী জৈব রাসায়নিক পদার্থ, যা নিঃসৃত স্থানথেকে দূরবর্তী স্থানে ক্রিয়া করে (ব্যতিক্রম: স্থানীয় হরমোন)। (ii) নিঃসৃতস্থান ছাড়া অন্য কোথাও সঞ্চিত হয় না। (iii) হরমোন খুব স্বল্পমাত্রায় ক্রিয়াকরে, কিন্তু ক্রিয়ার স্থায়িত্বকাল বহুদিন পর্যন্ত থাকে। প্রয়োজনের তুলনায় কম-বেশি ক্ষরিত হলে জীবদেহে অস্বাভাবিকতা দেখা যায়। (iv) হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ কেমিক্যাল কো-অর্ডিনেটেরহিসেবে কাজ করে। (v) হরমোন কোশে কোশে রাসায়নিক বার্তা প্রেরণ করে এই হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। (vi) কোনো একটি হরমোনেরক্ষরণ ক্রিয়া নিজেই নিজের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ফিড ব্যাক বলা হয়। (vii) প্রাণী দেহে কোনো কোনো ক্ষেত্রে কোনো একটি হরমোন ওই কাজে সহায়তা করে, আবার কোনো একটি হরমোন ওই কাজে বাধা দেয়, এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত-নিয়ন্ত্রক রূপে কাজ করে। (viii) কোনো কোনো হরমোনের কার্যক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হয় (অ্যাড্রিনালিন) আবার বেশির ভাগ হরমোনের ক্রিয়া মন্থর হয় (যেমন T4)
হরমোনকে জৈব অনুঘটক বলার কারণ: হরমোনের বৈশিষ্ট্যের সাথে অনুঘটকের মিল থাকলেও (যেমন হরমোন অনুঘটকের ন্যায় কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া শুরু করতে অক্ষম কেবলমাত্র প্রক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে) হরমোন জৈব অনুঘটক নয় কারণ বিক্রিয়ার পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দেহ থেকে দ্রুত নির্গত হয় (অনুঘটক বিক্রিয়ার পরও অবিকৃত থাকে)।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর