পিটইটারি হরমোনের ব্যবহারিক প্রয়োগ:-(i) পিটুইটারিপিটুইটারি নির্যাস মাছের কৃত্রিম প্রজনন/প্রণোদিত প্রজননে প্রচুর পরিমাণেব্যবহৃত হয়। (ii) নির্যাস ইনজেক্ট করে দুগ্ধবতী গাভীর দুধের উৎপাদন বাড়ানো হয়,
GTH-কাজ:-তিনপ্রকারের হয় যথা-FSH, LH ও LTH/PRLI
FSH কাজ:- (i) পুরুষ দেহে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় সাহায্য করে। (ⅱ) স্ত্রীদেহে ডিম্বথলির পরিণতি প্রাপ্তিতে ও ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে।
LH কাজ:- (i) পুরুষদেহে (ICSH) শুক্রাশয়ের লিডিগের আন্তর কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। (ii) স্ত্রী দেহে পরিণত ডিম্বথলির বিদারণ, ডিম্বাণু নির্গমন, করপাস লুটিয়াম গঠন ও এর থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে।
LTH কাজ:–(i) প্রোল্যাকটিন মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর