মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ও প্রেসবায়োপিয়া বলতে কী বোঝো? এই ত্রুটি দূর করার উপায় উল্লেখ করো।

 মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি (Myopia or Short-sightendness):- যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকটদৃষ্টি বলে। চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, ফলে দূরের বস্তু দেখা যায় না।

ত্রুটি সংশোধন:- অবতল লেন্স (concave lens) যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয়।
হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া (Hypermetropia or Hyperopia):- যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, তাকে দূরবদ্ধ দৃষ্টি বা হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বলে।
চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোটো হওয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না।
ত্রুটি সংশোধন:- উত্তল লেন্স (convex lens) যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে।

প্রেসবায়োপিয়া (Presbyopia): – এই ধরনের ত্রুটি সাধারণত 40 বছরের বেশি বয়সী লোকদের দেখা যায়। লেন্স-এর স্থিতিস্থাপকতা (elastic-ity) নষ্ট হয়ে যাওয়ায় কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না।
ত্রুটি দূর: – বাইফোকাল লেন্স (convex lens) যুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি মুক্ত হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment