মাছ জলে বসবাসকারী প্রাণী, এরা জলে সাঁতার কেটে গমন করে। মাছের প্রধান গমন অঙ্গ পাখনা (fins)। এ ছাড়া মেরুদণ্ড সংলগ্ন মায়োটোম পেশি (myotome muscles) মাছের গমনে বিশেষ ভূমিকা পালন করে।
গমনে মায়োটোম পেশির ভূমিকা:- মাছের নমনীয় মেরুদন্ডেরদু-পাশে লেজের শেষপ্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ” আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন (metachromal contraction) মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাদ্দ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে, মেরুদণ্ড দু-পাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদন্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদন্ডটিও পর্যায়ক্রমে দু-পাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে।
বিভিন্ন পাখনাগুলির অবস্থান ও গমনের ভূমিকা নীচে উল্লেখ করা হল:-
| পাখনার নাম | সংখ্যা | অবস্থান | গমনে ভূমিকা |
| 1. বক্ষ পাখনা | একজোড়া | বক্ষদেশে অবস্থিত। | গমনের সময় মাছকে জলে ওঠা-নামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকরে সাহায্য করে। |
| 2. শ্রোণি পাখনা | একজোড়া | শ্রোণিদেশে অবস্থিত। | বক্ষ পাখনার অনুরূপ কাজ। |
| 3. পৃষ্ঠ পাখনা | একটি | পৃষ্ঠদেশে অবস্থিত। | গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রঙ্গ করতে সাহায্য করে। |
| 4. পায়ু পাখনা | একটি | অঙ্কদেশে পায়ুর ঠিক পিছনে অবস্থিত। | গমনে বিশেষ ভূমিকা নেই। |
| 4. পুচ্ছ পাখনা | একটি | লেজের শেষভাগে অবস্থিত। | গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর