হাইপোথ্যালামাস কীভাবে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে?

হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলি পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে ফলে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার (Supreme Com-mander) বলে। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত পদার্থকে নিউরোহরমোন বলে। হাইপোথ্যালামাস থেকে যে সব রিলিজিং হরমোন নিঃসৃত হয়ে পিটুইটারির হরমোন নিঃসরণ ঘটায় সেগুলি হল-

① অ্যাড্রিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন (ARH): এটি পিটুইটারির অগ্রখন্ডকে ACTH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

② থাইরোট্রফিন রিলিজিং হরমোন (TRH): এটি অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

③ সোমাটোট্রফিন রিলিজিং হরমোন (SRH): এটি অগ্র পিটুইটারিকে STH বা GH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

④ গ্রোথ রিলিজিং হরমোন (GHRH): এটি অগ্র পিটুইটারিকে GH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

⑤ গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন (GHIH): অগ্র পিটুইটারিকে GH ক্ষরণে বাধা দেয়।

⑥ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন (GnRH): এটি পিটুইটারির অগ্রখণ্ডকে FSH ও LH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

⑦ প্রোল্যাকটিন রিলিজিং হরমোন (PRH): এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন ক্ষরণে উদ্দীপনা জোগায়।

⑧ প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন (PIH): এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাকটিন নিঃসরণে বাধা দেয়।

⑨ মেলানোসাইট রিলিজিং হরমোন (MRH): এটি পিটুইটারির মধ্য খণ্ডকে MSH ক্ষরণে উদ্দীপনা জোগায়।

⑩ মেলানোসাইট ইনহিবিটিং হরমোন (MIH): এটি অগ্র পিটুইটারির মধ্য খণ্ডকে MSH ক্ষরণে বাধা দেয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment