পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা, পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ুপ্রবাহ চাপ বলয়ের সাথে সম্পর্কিত কেন? অথবা, চাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।

উত্তর [ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ও তার কারণ: বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ট। কারণ বায়ুচাপ বলয়গুলি আছে বলেই নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ঘটেছে।

1. বায়ুচাপ বলয়সমূহ: উত্তর ও দক্ষিণ গোলার্ধ মিলে ভূপৃষ্ঠে মোট ১টি বায়ুচাপ বলয় আছে। এগুলি হল-① নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ② কর্কটীয় উচ্চচাপ বলয়, ও মকরীয় উচ্চচাপ বলয়,⑤ কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়,  ④ সুমেরু-বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, ⑥ সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং⑦ কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়।

2. নিয়ত বায়ুপ্রবাহ: ভূপৃষ্ঠের চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে 3 টি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু প্রধানত তিনপ্রকার, এগুলি হল-① আয়ন বায়ু, ② পশ্চিমা বায়ু এবং ও মেরু বায়ু। উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির অবস্থানের বৈশিষ্ট্যানুসারে নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও প্রবাহের দিক তথা বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্ক নির্ধারিত হয়েছে।

① আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে ও দক্ষিণে দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয় থাকার জন্য এই দুই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5° থেকে 25° অক্ষরেখার মধ্যে সারাবছর ধরে আয়ন বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়। আয়ন বায়ুর প্রকারভেদ: [a] উত্তর-পূর্ব আয়ন বায়ু: উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে চলা আয়ন বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়। [b] দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু: দক্ষিণ গোলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।

② পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক: উভয় গোলার্ধের দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয়ের দু-পাশে দুটি মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় উপস্থিত। এই জন্য দুই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে 35° থেকে 60° অক্ষরেখার মধ্যে সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।

পশ্চিমা বায়ুর প্রকারভেদ: [a] দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু: উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়। [b] উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু: দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুটি মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যাওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়।

③ মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক: উভয় গোলার্ধে দুই মেরুকে কেন্দ্র করে থাকা দুটি মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে 65° থেকে 80° অক্ষরেখার মধ্যে সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে অতিশীতল ও শুষ্ক মেরু বায়ু প্রবাহিত হয়।

মেরু বায়ুর প্রকারভেদ: [a] উত্তর-পূর্ব মেরু বায়ু: উত্তর গোলার্ধের মেরু বায়ুটি সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে যাওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে একটু ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয়। [b] দক্ষিণ-পূর্ব মেরু বায়ু: কুমেরু উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ গোলার্ধের মেরু বায়ুটি কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহের সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে বয়ে যায়।

Leave a Comment