অক্সিন কাকে বলে? অক্সিনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অক্সিনের সংজ্ঞা: উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, মুকুলাবরণী, বর্ধনশীল পাতার কোশ ইত্যাদি থেকে উৎপন্ন নাইট্রোজেনঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাদের একত্রে অক্সিন বলে।

অক্সিনের বৈশিষ্ট্য: – (i) অক্সিন একরকমের জৈব অম্ল। এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। (ii) অক্সিনের ক্রিয়া প্রধানত মেরুবর্তী। (iii) অক্সিনের ক্রিয়া আলোক উৎসের বিপরীতে অর্থাৎ অন্ধকারে ভালো হয়। (iv) অক্সিনের পরিবহণ ব্যাপন ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। (v) অক্সিন প্রধানত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে উৎপন্ন হয়। (vi) উদ্ভিদকোশে অক্সিন আলোক-জারণের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়। (vii) অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা গ্রহণ করে। (viii) অক্সিন জলে দ্রবণীয়, তাই সহজে কোশরসের মাধ্যমে পরিবাহিত হয়। (ix) অক্সিন স্বল্প মাত্রায় কার্যকর। (x) উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (xi) অক্সিন কোশ থেকে কোশান্তরে বার্তাবহরূপে কাজ করে। (xii) অক্সিন ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment