একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো।

a. সেন্ট্রোমিয়ার,b. টেলোমিয়ার জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোশবিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো।

ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিভিন্ন অংশ:-

(a) সেন্ট্রোমিয়ার:- সেন্ট্রোমিয়ার সিস্টার ক্রোমাটিডগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে। কোশবিভাজনের সময় সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর অংশে বেমতন্ডুযুক্ত হয় এবং সিস্টার ক্রোমাটিড দুটিকে পৃথক করে কোশের মেরুর দিকে নিয়ে যায়।

(b) টেলোমিয়ার:- টেলোমিয়ার DNA প্রতিলিপি গঠনে সাহায্য করে, কাছাকাছি অবস্থিত ক্রোমোজোমগুলোর প্রান্ত জুড়ে যাওয়া প্রতিরোধ করে।

জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণে কোশবিভাজনের নিয়ন্ত্রণ:-

1. বৃদ্ধি:- জীবদেহের বৃদ্ধির জন্য কোশ বিভাজন হয়। কোশ বিভাজিত হয়ে কোশের সংখ্যা বাড়ে, ফলে জীবদেহের বৃদ্ধি ঘটে।

2. ক্ষয়পূরণ:- আঘাতপ্রাপ্ত স্থানের মেরামতির জন্য কোশ বিভাজিত হয়।

3. প্রজনন বা বংশবিস্তার:- কোশ বিভাজনের দ্বারা এককোশী জীবদের বংশবিস্তার ঘটে। এছাড়া রেণু উৎপাদন ও গ্যামেট উৎপাদনের জন্যও কোশ বিভাজিত হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment