অশ্রুগ্রস্থির অবস্থান ও কাজ:-

| অবস্থান | কাজ |
| প্রতিটি অক্ষিগোলকের ওপরের প্রান্তদেশে উর্ধ্বপল্লবের নীচে বাদাম আকৃতিবিশিষ্ট অষুগ্রন্থি বা ল্যাক্রিমাল প্রন্থি অবস্থিত। | অশ্রু ক্ষরণ করে অক্ষিগোলককে আর্দ্র রাখে এবং অশ্রুতে অবস্থিত উৎসেচক লাইসোজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে। |
ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া (Cataract):- বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে, ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাহত হয়। লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়।
ত্রুটি সংশোধন:- সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে চোখ থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর হাই পাওয়ারের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয়। অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিশের পিছনে আটকে দেওয়া হয়।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর