মাছের গমনে মায়োটোম পেশি ও পাখনার ভূমিকা ব্যাখ্যা করো।

মাছ জলে বসবাসকারী প্রাণী, এরা জলে সাঁতার কেটে গমন করে। মাছের প্রধান গমন অঙ্গ পাখনা (fins)। এ ছাড়া মেরুদণ্ড সংলগ্ন মায়োটোম পেশি (myotome muscles) মাছের গমনে বিশেষ ভূমিকা পালন করে।

গমনে মায়োটোম পেশির ভূমিকা:- মাছের নমনীয় মেরুদন্ডেরদু-পাশে লেজের শেষপ্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর অসংখ্য ” আকৃতির মায়োটোম পেশি বিস্তৃত থাকে। এই মায়োটোম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন (metachromal contraction) মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাদ্‌দ্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে, মেরুদণ্ড দু-পাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয় এবং মাছ সামনের দিকে এগিয়ে যায়। পেশি যেদিকে সংকুচিত হয় মেরুদন্ড সেদিকে বেঁকে যায়। ওই সময় বিপরীত দিকে পেশি প্রসারিত থাকে। মায়োটোম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদন্ডটিও পর্যায়ক্রমে দু-পাশে আন্দোলিত হতে থাকে, ফলে মাছ সামনের দিকে অগ্রসর হতে থাকে।

বিভিন্ন পাখনাগুলির অবস্থান ও গমনের ভূমিকা নীচে উল্লেখ করা হল:-

পাখনার নামসংখ্যাঅবস্থানমনে ভূমিকা
1. বক্ষ পাখনাএকজোড়াবক্ষদেশে অবস্থিত।গমনের সময় মাছকে জলে ওঠা-নামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকরে সাহায্য করে।
2. শ্রোণি পাখনাএকজোড়াশ্রোণিদেশে অবস্থিত।বক্ষ পাখনার অনুরূপ কাজ।
3. পৃষ্ঠ পাখনাএকটিপৃষ্ঠদেশে অবস্থিত।গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রঙ্গ করতে সাহায্য করে।
4. পায়ু পাখনাএকটিঅঙ্কদেশে পায়ুর ঠিক পিছনে অবস্থিত।গমনে বিশেষ ভূমিকা নেই।
4. পুচ্ছ পাখনাএকটিলেজের শেষভাগে অবস্থিত।গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment