হরমোনের সাধারণ কার্যাবলী:- (i) হরমোন জীবদেহে সমন্বয় সাধনের কাজ করে থাকে। (ii) হরমোন জীবের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। (ii) হরমোনে কাজ হল প্রাণীদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। (iv) হরমোন জননাঙ্গের পরিস্ফুটন ও পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে।
হরমোন ও নিউরোহরমোনের পার্থক্য:-
| বিষয় | হরমোন | নিউরোহরমোন |
| 1. উৎপত্তিস্থল | অন্তঃক্ষরা গ্রন্থি। | হাইপোথ্যালামাস (পরিবর্তিত স্নায়ুকোশ/নিউরোসিক্রিটারি কোশ)। |
| 2. প্রকৃতি | প্রোটিন বা পরিবর্তিত অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড প্রকৃতির হয়। | পেপটাইড বা পরিবর্তিত অ্যামাইনো অ্যাসিড হতে পারে কিন্তু কখনোই স্টেরয়েড জাতীয় হয় না। |
| 3. সঞ্চয় | গ্রন্থিতে সঞ্চিত থাকে বা সঞ্চিত নাও থাকতে পারে। | নিউরোসিক্রিটারি কোশের দানার মধ্যে সঞ্চিত থাকে। |
| 4. নিয়ন্ত্রণ কেন্দ্র | স্নায়ুতন্ত্রের প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণে থাকে। | সবসময়েই স্নায়ুতন্ত্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর