হাইপোগ্লাইসেমিয়া ক্ষতিকারক কেন? ইনসুলিন ও গ্লু কাগন-এর পার্থক্য লেখো।

হাইপোগ্লাইসেমিয়া ক্ষতিকারক কারণ:- এই অবস্থায় মস্তিষ্ক আক্রান্ত হয় ফলত মাথা ঘোরা, বমি ও রোগী কোমায়ও চলে যেতে পারে দীর্ঘ সময় হাইপোগ্লাইসেমিয়া চলতে থাকলে মস্তিষ্কের শ্বাসকেন্দ্রগুলি কার্যকারিতা হারিয়ে ফেললে রোগীর মৃত্যুও ঘটতে পারে।

ইনসুলিন ও গ্লুকাগন এর পার্থক্য:-

বিষয়ইনসুলিনগ্লু কাগন
1. ক্ষরণস্থলঅগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহানস্ দ্বীপপুঞ্জের ẞ কোশ।অগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহানস্ দ্বীপপুঞ্জের a কোশ।
2. রাসায়নিক প্রকৃতিদুটি পলিপেপটাইড শৃঙ্খল (অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন) ডাই-সালফাইড বন্ধনী দ্বারা যুক্ত। একটি পলিপেপটাইড শৃঙ্খল (অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন) ডাই সালফাইড বন্ধনী বিহীন।
3. কার্যাবলী(i) অ্যানাবলিক হরমোন। (ii) রক্ত শর্করার মাত্রা হ্রাস করে। (iii) এটি গ্লাইকোজেনেসিস, লিপোজেনেসিস ও প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। (iv) গ্লুকোনিওজেনেসিসে বাধা দেয়।(v) এর অধঃক্ষরণে মধুমেহ হয়।(i) ক্যাটাবলিক হরমোন। (ii) রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করা (ii) এটি গ্লাইকোজেনেসিস, লিপোজেনেসিসে সহায়তা করে। (iv) গ্লুকোনিওজেনেসিসে উদ্দীপিত করে। (v) অধঃক্ষরণজনি কোনো রোগ দেখা যায় না।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment