পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির নাম ও কাজ ছকে দেখানো হল:-
| পিটুইটারির অংশ | নিঃসৃত হরমোনের নাম | হরমোনের কাজ |
| A. পুরোভাগ বা অগ্রভাগ | 1. STH বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন বা বৃদ্ধিপোষক হরমোন | (i) মানবদেহের তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। (ii) অস্থি ও তরুণাস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায়। (iii) শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে। (iv) এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয়। |
| 2. TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন | (i) থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। (ii) থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। (iii) দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে। (iv) এই হরমোনের কম ক্ষরণে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থির আকার বেড়ে যায়। | |
| 3. ACTH বা অ্যাড্রেনোকটিকো ট্রফিক হরমোন | (i) অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। (ii) অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। (iii) এই হরমোনের ক্ষরণ বেড়ে গেলে অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গিয়ে কুশিং বর্ণিত রোগ হয়। | |
| 4. GTH বা গোনাডোট্রপিক হরমোন (i) FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। (ii) ICSH বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। (iii) LH বা লিউটিনাইজিং হরমোন। (iv) প্রোল্যাকটিন বা LTH বা লিউটোট্রফিক হরমোন। | গোনাড বা জনন গ্রন্থির (শুক্রাশয় ও ডিম্বাশয়ের) বৃদ্ধি ও কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। (i) স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হতে সাহায্য করে। (ii) পুং দেহে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোশসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণে সাহায্য করে। (iii) স্ত্রীদেহে ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি গঠনে এবং তা থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। (iv) মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে। | |
| B. পশ্চাদ্ভাগ | 1. ADH বা অ্যান্টি-ডাই-ইউরেটিক হরমোন বা ভেসোপ্রোসিন। | (i) বৃক্কীয় নালিতে জলের পুনঃশোষণে সহায়তা করে। এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। (ii) রক্তবাহের প্রাচীর সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। |
| 2. অক্সিটোসিন। | (ii) দুগ্ধক্ষরণে সহায়তা করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর