লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যাওয়ায় পত্রকগুলি নুয়ে পড়ে (সিসমোন্যাস্টি চলন)। আবার বনচাঁড়াল উদ্ভিদের (Desmodium gyrans) পরিণত কোশের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি ফলকের দুই পাশের ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। একে প্রকরণ চলন (Movement of variation) বলে।

উদ্ভিদের চলনের প্রকার:- উদ্ভিদের চলন প্রধানত তিনপ্রকারের, যথা-ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর