ভারতের তুলো উৎপাদক অঞ্চলসমূহ: ভারতে তুলোর চাষ প্রধানত দাক্ষিণাত্য মালভূমির কৃয় মৃত্তিকা অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলে উৎপন্ন হয় ভারতের অর্ধেকেরও বেশি তুলো। ভারতে প্রায় 1.30 কোটি হেক্টর জমিতে 3.54 কোটি বেল (2020-21) তুলো উৎপন্ন হয়। তুলো উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী দেশ। ভারতে হেক্টরপ্রতি তুলো উৎপাদনের পরিমাণ 462 কেজি (2020-21)। ভারতের তুলো উৎপাদক প্রথম তিনটি রাজ্য হল-
1. মহারাষ্ট্র: উৎপাদক জেলা: এই রাজ্যে আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াভাৎমল, নাগপুর, পারভানি জেলায় তুলো উৎপাদিত হয়।
উল্লেখযোগ্য তথ্য: [i] মহারাষ্ট্র ভারতের শ্রেষ্ঠ তুলো উৎপাদক রাজ্য।[ii] এখানে প্রায় 42.9 লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ হয়। [iii] 95.9 লক্ষ বেল (2020-21) তুলো উৎপাদিত হয়েছে এখানে। [Iv] হেক্টরপ্রতি উৎপাদন 380 কেজি।
2.গুজরাত: উৎপাদক জেলা: এই রাজ্যে আমেদাবাদ, ভারুচ, ভাদোদরা, সুরেন্দ্রনগর, সুরাত জেলায় তুলো উৎপাদিত হয়। উল্লেখযোগ্য তথ্য: [1] গুজরাত তুলো উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য। [ii] প্রায় 22.7 লক্ষ হেক্টর (2020-21) জমিতে তুলো চাষ হয়। [ii] 72.7 লক্ষ বেল (2020-21) তুলো উৎপাদিত হয়েছে। [iv] এখানে হেক্টরপ্রতি উৎপাদন 544 কেজি।
3.তোললানা: উৎপাদক জেলা: এই রাজ্যে আদিলাবাদ, ওয়ারাঙ্গাল, যাম্মাম, মেডাক জেলায় তুলো উৎপাদিত হয়। উল্লেখযোগ্য তথ্য: [i] তেলেঙ্গানা তুলো উৎপাদনে ভারতে ততীয় স্থান অধিকার করে। [ii] এখানে 23.6 লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ হয়। [iii] 2020-21 সালে 59.9 লক্ষ বেল তুলো উৎপাদিত হয়েছে। [iv] হেক্টরপ্রতি উৎপাদন প্রায় 432 কেজি।

4. অন্যান্য রাজ্যের উৎপাদক জেলা: ① মধ্যপ্রদেশের পূর্ব ও পশ্চিম নিমার, উজ্জয়িন; ② হরিয়ানার হিসার, সিরসা, জিন্দ; ③ রাজস্থানের চিত্তোরগড়, ভিলওয়াড়া; ④ পাঞ্জাবের অমৃতসর, ফিরোজপুর, ফরিদকোট, বাথিন্ডা; ⑤ কর্ণাটকের রায়চুর, বিজয়পুরা; ⑥ তামিলনাডুর মাদুরাই, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি প্রভৃতি জেলায় কিছু পরিমাণে তুলো উৎপাদিত হয়। উল্লেখযোগ্য তথ্য: 2016-17 সালের তথ্য অনুযায়ী তুলোর হেক্টরপ্রতি উৎপাদনে পাঞ্জাব ভারতে প্রথম স্থান অধিকার করে (756 কেজি/হেক্টর)।
ভারতের তুলোর বাণিজ্য: ভারতে প্রধানত মাঝারি ও ছোটো আঁশের তুলো উৎপাদিত হয়। ফলে ভারতকে বিদেশ থেকে লম্বা আঁশের উৎকৃষ্ট শ্রেণির তুলো আমদানি করতে হয়। অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তাঞ্জানিয়া, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে ভারত উন্নতমানের তুলো আমদানি করে। ভারত থেকে চিন, শ্রীলঙ্কা, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, জার্মানি, ইজিপ্ট, হংকং, তাইওয়ান, বাংলাদেশ, প্রভৃতি দেশে তুলো রপ্তানি করা হয়। 2022 সালে ভারত থেকে 196 মেট্রিক টন তুলো রপ্তানি করা হয়েছে এবং দীর্ঘ আঁশযুক্ত তুলো আমদানি করা হয়েছে 4200 কোটি টাকা মূল্যের।