সাইটোকাইনিনের উৎস এবং ভূমিকা উল্লেখ করো।

সাইটোকাইনিনের উৎস:- সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও সস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল সস্যে (ডাবের জলে), টম্যাটোর রসে, ভুট্টার সস্যে অধিক পরিমাণে পাওয়া যায়।

সাইটোকাইনিনের প্রধান ভূমিকাগুলি হল:-

① কোশ বিভাজন ঘটানো (Promotes cell division):-সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গুটম্যান (Guttman, 1956)-এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোশ বিভাজন ঘটে। ব্রাউন ও উড (Brown and Wood, 1967) নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার কলা সৃষ্টি করেন। তামাক গাছে সাইটোকাইনিন ও অক্সিন একত্রে প্রয়োগ করলে কোশ বিভাজন দ্রুত হয়।

② পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো (Promotes lateral bud):সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখাপ্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে।

③ পত্রমোচন বিলম্বিত করা (Delay leaf senescence): সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেকদিন চির সবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়।.

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment