RNA দু-প্রকারের, যথা- জেনেটিক RNA ও নন-জেনেটিক RNA নন-জেনেটিক RNA প্রধানত তিন প্রকারের হয়, যেমন- (i) ট্রান্সফার RNA (t-RNA), (ii) ম্যাসেঞ্জার RNA (m-RNA) এবং (iii) রাইবোজোমাল RNA (r-RNA) |
DNA ও RNA-এর পার্থক্য (Differences between DNA and RNA):
| বিষয় | DNA | RNA |
| 1. শর্করা | DNA-তে ডি অক্সিরাইবোজ শর্করা থাকে। | RNA-তে রাইবোজ শর্করা থাকে। |
| 2. নাইট্রোজেন বেস | DNA-র চারটি নাইট্রোজেন বেস হল-অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। | RNA-র চারটি নাইট্রোজেন বেস হল-অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। |
| 3. গঠন | DNA দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো সিঁড়ির মতো। | RNA-একতন্ত্রী রেখাকার। |
| 4. কাজ | DNA-র প্রধান কাজ হল জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা। | RNA-র প্রধান কাজ হল প্রোটিন সংশ্লেষ করা। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর