উত্তর [ নাতিশীতোয় ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য:
নাতিশীতোয় ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল-
| বিষয় | নাতিশীতোয় ঘূর্ণবাত | ক্রান্তীয় ঘূর্ণবাত |
| অক্ষাংশগত বিস্তৃতি | নাতিশীতোয় ঘূর্ণবাত উভয় গোলার্ধে 35°-65° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে উৎপত্তি লাভ করে। | ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 10°-30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। |
| সময়কাল | নাতিশীতোয় ঘূর্ণবাতের আগমনকাল হল প্রধানত শীতকাল। | ক্রান্তীয় ঘূর্ণবাতের আগমন গ্রীষ্মকাল ও শরৎকালে ঘটে। |
| স্থায়িত্ব | নাতিশীতোয় ঘূর্ণবাত যথেষ্ট স্থায়ী হয়। | ক্রান্তীয় ঘূর্ণবাতের স্থায়িত্ব-কাল অপেক্ষাকৃত কম। |
| ব্যাস | নাতিশীতোয় ঘূর্ণবাতের ব্যাস সাধারণত 500-3000 কিমি পর্যন্ত হয়। | ক্রান্তীয় ঘূর্ণবাতের ব্যাস 200-800 কিমি পর্যন্ত হয়। |
| বায়ুপ্রাচীর | নাতিশীতোয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মধ্যে বায়ুপ্রাচীর বা সীমান্ড সৃষ্টির ফলে। | ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে এরূপ কোনো বায়ুপ্রাচীর বা সীমান্ত সৃষ্টি হয় না, কিন্তু শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র বা ‘ঝড়ের চক্ষু’ থাকে। |
| উন্নতার বণ্টন | নাতিশীতোয় ঘূর্ণবাতের ক্ষেত্রে উয়তার বণ্টন সমান নয়। | ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে উয়তার বণ্টন সমান। |
অন্যান্য পার্থক্য
| বিষয় | নাতিশীতোয় ঘূর্ণবাত | ক্রান্তীয় ঘূর্ণবাত |
| বিস্তার | নাতিশীতোয় ঘূর্ণবাত বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়। অনেক সময় লক্ষ লক্ষ বর্গকিমি স্থান এই ঘূর্ণবাতের আওতায় চলে আসে। | ক্রান্তীয় ঘূর্ণবাতের বিস্তৃতি নাতিশীতোয় ঘূর্ণবাতের তুলনায় অনেক কম। |
| ধ্বংসকারী ক্ষমতা | নাতিশীতোর ঘূর্ণবাতের ধ্বংসকারী ক্ষমতা কম। | ক্রান্তীয় ঘূর্ণবাতের ধ্বংস-কারী ক্ষমতা অনেক বেশি। |
| বায়ুপ্রবাহ | নাতিশীতোয় ঘূর্ণবাতের ক্ষেত্রে উয় বায়ু ঊর্ধ্বগামী হলেও শীতল বায়ু নিম্নগামী হয়। | ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ু সর্বদা ঊর্ধ্বগামী হয়। |
| বাতাসের গতিবেগ | বাতাসের গতিবেগ ঘণ্টায় 50-100 কিমি। | বাতাসের গতিবেগ ঘণ্টায় 60-300 কিমি। |
| ঝড়-বৃষ্টিপাত | হালকা বৃষ্টিপাত হয় এবং ঝড়ের গতিবেগও কম থাকে, তবে তুষারপাত হয়। | বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়-বৃষ্টিপাত হয়। |