মেনিনজেস এ CSF-এর সংজ্ঞা, অবস্থান ও কাজ:
| বিষয় | সংজ্ঞা | অবস্থান | কাজ |
| 1. মেনিনজেস | কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বিস্তরী আবরণকে মেনিনজেস বলে। | মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডকে বেষ্টন করে অবস্থিত। | মস্তিষ্কে ও সুষুম্নাকান্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। |
| 2. CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড | কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে যে স্বচ্ছ, বর্ণহীন পরিবর্তিত কলারস থাকে তাকে CSF বলে। | মস্তিষ্ক প্রকোষ্ঠ ও সুষুম্নাকান্ডের গহ্বরে CSF থাকে। | (i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা। (ii) বিপাকজাত পদার্থের অপসারণ ও স্নায়ুকোশকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করা। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর