ক্রোমোজোম, DNA ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাক্ষ্যা । করো। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখি দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লেখো।a. কুণ্ডলী b. সক্রিয়তা

ক্রোমোজোম, DNA ও জিনের আন্তঃসম্পর্ক:-

বিভাজনের সময় নিউক্লিয়জালক বা ক্রোমাটিন সূত্র থেকে ক্রোমোজোয়ে সৃষ্টি হয়। ক্রোমোজোম প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড (DNA ও RNA) নি গঠিত। সুতরাং, DNA ক্রোমোজোমের অংশ। DNA-র প্রোটিন সংশ্লেতে সংকেত বহনকারী নির্দিষ্ট অংশ হল জিন। সুতরাং, ক্রোমোজোম, DNA: জিন পরস্পর সম্পর্কিত।

নিউক্লিয় জালক ——– ক্রোমোজোম …………. DNA জিন।

ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য:

ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য:

বিষয়ইউক্রোমাটিনহেটারোকে
1. কুণ্ডলীইন্টারফেজ দশায় হালকা ভাবে এবং বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্চিত হয়।ইন্টারফেজ দশায় গাঢ় ভাবে কিন্তু বিভাজন দশয়া হালকাভাবে রঞ্চিত হয়।
2. সক্রিয়তাএই অঞ্চলে জিনগুলি সক্রিয়।এই অঞ্চলের জিনগুনি নিষ্ক্রিয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment