উত্তর – কোল বিদ্রোহের ফলাফল
ভূমিকা: ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে বর্তমান বিহারের ছোটোনাগপুর অঞ্চলে আদিবাসী কোলরা ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগী জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহে বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা প্রমুখ নেতা নেতৃত্ব দেন।
কোল বিদ্রোহের ফলাফলগুলি ছিল নিম্নরূপ-
[1] ব্রিটিশ নীতির পরিবর্তন: কোল বিদ্রোহের ফলে কোল-অধ্যুষিত অঞ্চলে ব্রিটিশ কোম্পানি তাদের নীতির কিছু কিছু পরিবর্তন ঘটায়।
[2] দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি: ব্রিটিশ সরকার ১৮৩৪ খ্রিস্টাব্দে কোল উপজাতি-অধ্যুষিত অঞ্চল নিয়ে কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি অঞ্চল গঠন করে।
[3] ব্রিটিশ আইন বাতিল: দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি অঞ্চলে ব্রিটিশ আইন বাতিল হবে এবং কোলদের নিজস্ব আইনকানুন কার্যকর হবে বলে সরকার ঘোষণা করে।
[4] জমি ফেরত: জমিদাররা কোলদের যেসব জমিজমা অন্যায়ভাবে দখল করে নিয়েছিল তা তাদের কাছ থেকে কেড়ে নিয়ে কোলদের ফিরিয়ে দেওয়া হয়।
উপসংহার: কোল বিদ্রোহের ফলে ইংরেজ সরকার কোলদের প্রতি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিল ঠিকই কিন্তু তাদের প্রতি শোষণের মাত্রা হ্রাস পায়নি। তার ওপর কোলদের এলাকায় খাজনার হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর