ইতর পরাগযোগের বাহক:- ইতর পরাগযোগ যে বাহ্যিক প্রতিনিধির সাহায্যে ঘটে তাদের বাহক বা এজেন্ট (agent) বলে। যেমন-বায়ু জল, পতঙ্গ এবং পাখি।
| ফুলের নাম | যে ফুলের পরাগযোগ ঘটায় | ফুলের বৈশিষ্ট্য |
| 1. বায়ু | ধান, গম, ভুট্টা ইত্যাদি। | (i) ফুল বর্ণহীন, গন্ধহীন এবং অনুজ্জ্বল। (৯) ফুলে মকরন্দ থাকে না। (iii) পরাগধানী লম্ব এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে। (iv) পরাগরেণু অসংখ্য, হালকা এবং বাতাসে ভেসে স্থানান্তরিত হয়। |
| 2. জল | পাতাশ্যাওলা, পাতাঝাঁঝি ইত্যাদি। | (1) ফুলগুলি বর্ণহীন, গন্ধহীন, ক্ষুদ্র ও অনুজ্জ্বল প্রকৃতির। (ii) ফুল একলিঙ্গ। পুংপুষ্প ও স্ত্রীপুষ্প ভিন্ন ফুলে জন্মায়। (iii) স্ত্রীফুল দীর্ঘ ও কুণ্ডলীকৃত পুষ্পদন্ডের ওপর জলের উপরিতলে অবস্থান করে এবং পুংপুষ্পগুলি বিচ্ছিন্ন হয়ে জলের উপরিতলে ভেসে থাকে। (iv) জলে নিমজ্জিত উদ্ভিদের পরাগরেণু ভারী এবং জলের উপরিতলে অবস্থিত ফুলের পরাগরেণু হালকা হয়। |
| 3. পতঙ্গ | আম, সূর্যমুখী ইত্যাদি। | 1) ফুলগুলি উজ্জ্বল বর্ণযুক্ত হয়। (ii) ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত ও মিষ্ট রসযুক্ত। (iii) পরাগরেণ কণ্টকযুক্ত ও আঠালো। (iv) গর্ভমুন্ড অমসৃণ ও আঠালো। |
| 4. পাখি | শিমুল, পলাশ ইত্যাদি। | (i) ফুলগুলি বড়ো ও উজ্জ্বল বর্ণের। (ii) ফুলে মকরন্দ থাকে। খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। (ii) ফুলের পরাগধানীগুলি পাখির বাহকের প্রয়োজনীয়তা এবং অপত্যজীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। |

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর