হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? পার্থক্য লেখো অগ্রপিটুইটারি ও পশ্চাদ্‌ পিটুইটারি।

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ দেহের সাম্যাবস্থা (হোমিওস্টাসিস) বজায় রাখার জন্য হরমোনের ক্ষরণ নিজেই নিজের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, একে হরমোনের ফিড ব্যাক নিয়ন্ত্রণ বলে। যেমন থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের থেকে কম হলে থাইরক্সিন হাইপোথ্যালামাসকে TRH ক্ষরণে উদ্দীপিত করে। TRH-র ক্ষরণ বৃদ্ধি পেলে পিটুইটারি থেকে TSH ক্ষরণও বৃদ্ধি পায় যা থাইরয়েডকে উদ্দীপিত করে থাইরক্সিন নিঃসরণ ঘটায় (ধনাত্মক ফিডব্যাক)।

অগ্র পিটুইটারি ও পশ্চাদ্‌ পিটুইটারির পার্থক্য:-

বিষয়অগ্র পিটুইটারিপশ্চাদ পিটাইটারি
1. অপর নামঅগ্র পিটুইটারির অপর নাম অ্যাডিনোহাইপোফাইসিস।পশ্চাদ্‌ পিটুইটারির নিউরো হাইপোফাইসিস নামে পরিচিত।
2. গঠন প্রকৃতি।গ্রন্থিময়।স্নায়ুজ।
3. ক্ষরিত হরমোনসাতটি হরমোন যথা-ACTH, STH, TSH, GTH (ICSH/FSH, LH. LTH) MSH ক্ষরণ করে।দুটি নিউরোহরমোন সঞ্চিত ও নিঃসৃত হয় যথা-ADH ও অক্সিটোসিন।
4. কার্যাবলীঅন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণক্রিয়া নিয়ন্ত্রণ এবং কিছু ক্ষেত্রে কলাকোশের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।বৃক্ক নালিকা থেকে জলশোষণ (ADH); জরায়ুর পেশি সংকোচন, স্তন গ্রন্থি ও রক্তবাহের মসৃণ পেশির সংকোচন নিয়ন্ত্রণ।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment