গমনে সক্ষম উদ্ভিদ ও গমনে অক্ষম প্রাণীর নাম কী? চলন ও গমনের পার্থক্য দেখাও।

গমনে সক্ষম উদ্ভিদ:- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম।

গমনে অক্ষম উদ্ভিদ:- স্পঞ্জ, প্রবাল, সাগরকুসুম।

চলন ও গমনের পার্থক্যগুলি হল:-

চলনগমন
1. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না।1. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
2. এই প্রক্রিয়ায় জীবের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন ঘটে।2. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে।
3. কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব।3. কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়।
4. চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই।4. গমন হলেই চলন অবশ্যই হবে।
5. প্রায় সমস্ত জীবদেহেই চলন বা সঞ্চালন পরিলক্ষিত হয়।5. প্রাণীদের এবং কয়েকটি নিম্নশ্রেণির উদ্ভিদে গমন দেখা যায়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment