গমনে সক্ষম উদ্ভিদ:- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম।
গমনে অক্ষম উদ্ভিদ:- স্পঞ্জ, প্রবাল, সাগরকুসুম।
চলন ও গমনের পার্থক্যগুলি হল:-
| চলন | গমন |
| 1. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। | 1. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। |
| 2. এই প্রক্রিয়ায় জীবের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন ঘটে। | 2. এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে। |
| 3. কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব। | 3. কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। |
| 4. চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। | 4. গমন হলেই চলন অবশ্যই হবে। |
| 5. প্রায় সমস্ত জীবদেহেই চলন বা সঞ্চালন পরিলক্ষিত হয়। | 5. প্রাণীদের এবং কয়েকটি নিম্নশ্রেণির উদ্ভিদে গমন দেখা যায়। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর