দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে। এর গুরুত্ব কী? একনেত্র দৃষ্টির সঙ্গে দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য দেখাও।

দ্বিনেত্র দৃষ্টি:- মানুষের দ্বিনেত্র দৃষ্টি। যে দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একসঙ্গে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় তাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। এরকম দৃষ্টির সাহায্যে বস্তুর আকার, অবস্থান এবং দুরত্ব নির্ণয় করা যায়।

মানুষের দুটি চোখ মাথার সামনের দিকে অবস্থিত। সেই কারণে মানুষ দুটি চোখ দিয়ে একই সময়ে একই বস্তুকে দেখে। প্রতিটি চোখের রেটিনায় ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। মস্তিষ্কে একটি বস্তুর প্রতিবিম্ব অপরটি দ্বারা আবৃত হয় এবং মস্তিষ্ক বস্তুটির একটি সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে এবং বস্তুকে স্ত্রি ডাইমেনশনাল রূপে দেখতে সাহায্য করে।

দ্বিনেত্র দৃষ্টির গুরুত্ব:- দ্বিনেত্র দৃষ্টি বস্তুর দূরত্ব, গভীরতা এবং প্রাবল্য নির্ণয় করতে পারে। একই সময়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখার ফলে তার দৃষ্টি বিভ্রম হয় না।

একনেত্র ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য:-

একনেত্র দৃষ্টিদ্বিনেত্র দৃষ্টি
1. এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়।1. এই প্রকার দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায়।
2. এরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার ও অবস্থান নির্ণয় করা যায় না।2. এরকম দৃষ্টিতে বস্তুর সঠিক আকার ও অবস্থান নির্ণয় করা যায়।
3. উদাহরণ: ব্যাং, গোবু, ঘোড়া ইত্যাদি3. উদাহরণ: মানুষ, বানর, বাঘ, বাজপাখি, পেঁচা ইত্যাদি।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment