বিপ্লব বলতে কী বোঝায় এবং এর কয়েকটি উদাহরণ দাও।

ভূমিকা: বিভিন্ন দেশে ক্ষুদ্ধ বা অসন্তুষ্ট মানুষজন যে উপায়ে নিজেদের ক্ষোভ বা প্রতিবাদ প্রকাশ করে থাকে সেগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উপায় বা ধারা হল বিপ্লব।

[1] বিপ্লব কী: বিপ্লব কথার অর্থ হল কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। কোনো দেশ বা সমাজে জনগণ প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন ঘটালে তাকে ‘বিপ্লব’ বলে অভিহিত করা হয়।

[2] বৈশিষ্ট্য: বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-[i] বিপ্লব হল মানুষের সফল আন্দোলন। [ii] বিপ্লবের দ্বারা দেশ বা সমাজের প্রচলিত ব্যবস্থা বাতিল হয়ে নতুন ব্যবস্থা চালু হয়। [iii] বিপ্লবের দ্বারা প্রচলিত ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে।

[3] উদাহরণ: বিপ্লবের কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হল-[i] অষ্টাদশ শতকে ইউরোপে সংঘটিত শিল্পবিপ্লব, [ii] ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। শিল্পবিপ্লবের দ্বারা ইউরোপের শিল্পব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে পূর্বতন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।

উপসংহার: সব পরিবর্তনই বিপ্লব নয়। বিপ্লবের ক্ষেত্রে যে পরিবর্তন ঘটে, অবশ্যই তাকে ইতিবাচক হতে হয়। অর্থাৎ বিপ্লব হল সেই আমূল পরিবর্তন, যা হবে অন্ধকার থেকে আলোর দিকে, ক্ষুধা থেকে অন্নের দিকে, শূন্যতা থেকে পূর্ণতার দিকে।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment