বাহক (Agents):- যেসব বাহ্যিক প্রতিনিধি ইতর পরাগযোগে অংশগ্রহণ করে তাদের বাহক বলে। যেমন-বায়ু, জল, পতঙ্গ ও পাখি। নীচের সারণিতে প্রতিটি বাহক যে ফুলের পরাগযোগে ঘটায় তার একট করে উদাহরণ দেওয়া হল।
| বাহক | যে ফুলে পরাগযোগ ঘটায় |
| বায়ু | ধান |
| জল | পাতাঝাঝি |
| পতঙ্গ | আম |
| পাখি | শিমুল |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর