বাহক কাদের বলে? ইতর পরাগযোগের বিভিন্ন বাহকের একটি করে উদাহরণ দাও।

বাহক (Agents):- যেসব বাহ্যিক প্রতিনিধি ইতর পরাগযোগে অংশগ্রহণ করে তাদের বাহক বলে। যেমন-বায়ু, জল, পতঙ্গ ও পাখি। নীচের সারণিতে প্রতিটি বাহক যে ফুলের পরাগযোগে ঘটায় তার একট করে উদাহরণ দেওয়া হল।

বাহকযে ফুলে পরাগযোগ ঘটায়
বায়ুধান
জলপাতাঝাঝি
পতঙ্গআম
পাখিশিমুল

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment