অযৌন জনন :- যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবের দেহকোশ বিভাজিত হয়ে অথবা বেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে।
যৌন জনন:- যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোশ (পৃ গ্যামেট ও স্ত্রী গ্যামেট) মিলিত হয়ে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যেন জনন বলে।
অযৌন জনন ও যৌন জননের পার্থক্য:-
| বিষয় | অযৌন জনন | যৌন জনন |
| 1. জনিতৃ জীবের সংখ্যা | জনিতৃ জীবের সংখ্যা একটি। | জনিতৃ জীবের সংখ্যা দুটি। |
| 2. গ্যামেট উৎপাদন | অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। | যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। |
| 3. মাইটোসিস ও মিয়োসিসের উপর নির্ভরতা | এই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন, ঘটে। | এই প্রকার জননে গ্যাস্টে উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে। |
| 4. অপত্য জনুর প্রকৃতি | অপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীবের অনুরূপ হয়। | অপত্য জীব জিনগতভাবে জনিত্ব জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর