অযৌন জনন ও যৌন জনন কাকে বলে? অযৌন জনন ও যৌন জননের পার্থক্য দেখাও।

অযৌন জনন :- যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবের দেহকোশ বিভাজিত হয়ে অথবা বেণু তৈরির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে।

যৌন জনন:- যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোশ (পৃ গ্যামেট ও স্ত্রী গ্যামেট) মিলিত হয়ে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যেন জনন বলে।

অযৌন জনন ও যৌন জননের পার্থক্য:-

বিষয়অযৌন জননযৌন জনন
1. জনিতৃ জীবের সংখ্যাজনিতৃ জীবের সংখ্যা একটি।জনিতৃ জীবের সংখ্যা দুটি।
2. গ্যামেট উৎপাদনঅযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়।
3. মাইটোসিস ও মিয়োসিসের উপর নির্ভরতাএই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন, ঘটে।এই প্রকার জননে গ্যাস্টে উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
4. অপত্য জনুর প্রকৃতিঅপত্য জীব জিনগতভাবে জনিতৃ জীবের অনুরূপ হয়।অপত্য জীব জিনগতভাবে জনিত্ব জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment