জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো।

সংজ্ঞা:- যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্ত্বা ও আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে।

জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব:-

1.অস্তিত্ব বজায় রাখা:- জীবজগৎ জনন পদ্ধতির দ্বারা বংশধর উৎপত্তির মাধ্যমে নিজেদের অস্তিত্ব বজায় রাখে।

2. সংখ্যা বৃদ্ধি:- জননের মাধ্যমে জীব নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।

3.ধারাবাহিকতা বজায় রাখাঃ- জননের মাধ্যমে জীব তার বংশানুক্রমিক ধারাকে বাঁচিয়ে রাখে।

4. জীবজগতে ভারসাম্য রক্ষা:- জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে, ফলে পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় থাকে।

5. অভিব্যক্তিতে সহায়তা:- যৌন জননের মাধ্যমে অপত্য বংশধরদের মধ্যে নানান বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, যার ফলে প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদ (variation) পরিলক্ষিত হয়। এই প্রকরণ বা ভেদ জৈব অভিব্যক্তিকে সহায়তা করে।

6.পরিব্যক্তির উদ্ভব:- যৌন জননের সময় বংশগত পদার্থের পরিব্যক্তিবর মিউটেশন ঘটার সম্ভাবনা থাকে, যার ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে।


দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment