প্রোটিন:- ক্রোমোজোমে দু-রকমের প্রোটিন থাকে, যথা- ক্ষারী প্রোটিন ও আম্লিক প্রোটিন।
1.ক্ষারীয় প্রোটিন:- ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়। এতে আর্জিনিন, হিস্টিডিন। লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। হিস্টোন প্রোটিন পা রকমের হয়, যথা-H1, H2, H2B, H3 এবং H4। হিস্টোন DNA? সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে।
2.আম্লিক প্রোটিন:- ক্রোমোজোমে 5% আম্লিক প্রোটিন থাকে। এই ননহিস্টোন প্রকারের। আম্লিক প্রোটিনে ট্রিপটোফ্যান ও টাইরোসি। জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।
ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি হল- প্রোটিন ও নিউক্লিন অ্যাসিড।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর