উত্তর ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যসমূহ: ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি হল-
1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি: ভারতীয় কৃষকরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বেশিরভাগ ফসল উৎপাদন করে। তাই এই কৃষিকাজ জীবিকাসত্তাভিত্তিক। উৎপাদিত শস্যের বেশিরভাগটাই কৃষকদের নিজেদের প্রয়োজনে লাগে। তাই উৎপাদিত ফসল বিক্রয় বা রপ্তানির জন্য বিশেষ উদ্বৃত্ত থাকে না।
2.জনসংখ্যার চাপ: ভারতের বেশিরভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত থাকে, অর্থাৎ এখানে কৃষির ওপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। তাই ভারতীয় কৃষি হল শ্রমনিবিড় কৃষি।
3.কৃষিতে পশুশক্তির প্রাধান্য: চাষাবাদের কাজে আধুনিক কৃষি যন্ত্রপাতির (ট্র্যাক্টর, হারভেস্টর প্রভৃতি) পরিবর্তে অধিকাংশ স্থানেই লাঙল দিয়ে জমি কর্ষণ বা খোঁড়া থেকে শুরু করে উৎপাদিত ফসল মাঠ থেকে বহন করে আনা-প্রায় সব কাজেই পশুশক্তি ব্যবহৃত হয়।
4. মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরতা: ভারতের অর্ধেক কৃষিজমিতে মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে বছরে একবার কৃষিকাজ করা হয়। এজন্য খরা, বন্যা বা অতিবৃষ্টিতে কৃষিকাজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।
5.জলসেচের ব্যবহার: ভারতের প্রায় অর্ধেক কৃষিজমি সেচসেবিত এবং ওইসব জমিতে বছরে দুটি বা তিনটি ফসল উৎপাদিত হয়।
6. ক্ষুদ্রাকৃতি কৃষিজোত: এদেশে অধিকাংশ কৃষিজমির আয়তন খুব ছোটো। মূলত একান্নবর্তী পরিবারগুলিতে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা হস্তান্তরের জন্য কৃষিজোতগুলির আয়তন ক্রমাগত ছোটো হয়। এই ধরনের ক্ষুদ্রাকৃতি কৃষিজোতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। এর ফলে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণও কম হয়।
অন্যান্য বৈশিষ্ট্য
1. কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার: সুবিধা-অসুবিধা, প্রয়োজন-অপ্রয়োজন বিচার না করেই উৎপাদন বৃদ্ধির আশায় কৃষিজমিতে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করা হয়। এতে মৃত্তিকা দুষণ ও জলদূষণ-সহ বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে।
2. খাদ্যশস্যের প্রাধান্য: ভারতের বিপুল জনসংখ্যার জন্য খাদ্যের জোগান সুনিশ্চিত করতে দেশের মোট বপিত জমির তিন-চতুর্থাংশেরও বেশি জমিতে ধান, গম, ভুট্টা, মিলেট প্রভৃতি খাদ্যশস্যের চাষ করা হয়।
3.পশুখাদ্যের অভাব: ভারতীয় কৃষি পশুশক্তির ওপর অনেকটা নির্ভরশীল হলেও দেশে পশুখাদ্য চাষের প্রচলন খুব কম। তাই এখানে। পশুখাদ্যের অভাবও খুব বেশি।
4. বহুশস্যের উৎপাদন: ভারতে কৃষিকাজের বিশেষায়ণ হয়নি। তাই এখানে বহুরকম শস্য উৎপাদিত হয়, যেমন-ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা প্রভৃতি খাদ্যশস্য; সরিষা, বাদাম, সূর্যমুখী প্রভৃতি তৈলবীজ; মুগ, মুসুর, ছোলা, মটর, অড়হর, বিউলি প্রভৃতি ডাল: তুলো, পাট, মেস্তা প্রভৃতি তন্তুশস্য; চা, কফি, রবার, আখ প্রভৃতি বাণিজ্যিক শস্য।