মানব বিকাশের বয়সন্ধি দশা যে যে পরিবর্তন ঘটে তা লিপিবন্ধ করো।

বয়সন্ধিকালে মানুষের পরিবর্তন:-

স্ত্রী দেহের পরিবর্তনপুরুষ দেহে পরিবর্তন।
1. ত্বকের নিচে ফ্যাট সঞ্চয়ের ফলে ত্বক নমনীয় হয়।1. অস্থি মজবুত হয়।
2. দেহের উচ্চতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায়।2. দেহের উন্নতা ও ওজন দ্রুত বৃদ্ধি পায়।
3. সিবেসিয়াস গ্রন্থি সক্রিয়তা ফলে অনেক সময় মুখে ব্রণ দেখা যায়3. মুখ্য জনন অঙ্গোর পরিপূর্ণ বৃদ্ধি ঘটে এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ, শুক্রাণু উৎপাদন শুরু হয়।
4. গলার স্বর সুরেলা ও তীক্ষ্ণ হয়।4. মানসিক বিকাশ পরিপূর্ণ হয়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment