কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অংশ:- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত।
① মস্তিষ্ক (Brain):- মানুষের মস্তিষ্কটি করোটির মধ্যে সুরক্ষিত থাকে এবং ত্রিস্তরী মেনিনজেস পর্দাবেষ্টিত থাকে। মেনিনজেসের স্তর তিনটি হল-ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার এবং অ্যারানয়েড ম্যাটার। মস্তিষ্ক প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি, দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি সুষুম্নাকাণ্ডের শীর্ষে অবস্থিত স্ফীত অংশ। এটি করোটির মধ্যে সুরক্ষিত থাকে এবং মেনিনজেস্ আবরণী দ্বারা বেষ্টিত থাকে। মস্তিষ্কটি অগ্র, মধ্য ও পশ্চাৎ মস্তিষ্কে বিভক্ত।
② সুষুম্নাকাণ্ড (Spinal chord):- এটি মস্তিষ্ক থেকে নির্গত হয়ে মেরুদণ্ডের গহ্বরে পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর বিস্তৃত থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা এবং এর গহ্বরে মস্তিষ্ক-সুষুম্না রস থাকে।
মস্তিস্কের বিভিন্ন অংশগুলিকে ছকের সাহায্যে দেখানো হল:-

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর