মস্তিষ্কের নিম্নলিখিত অংশগুলি থেকে যে-কোনো পাঁচটির অবস্থান ও কাজ লেখো। সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মধ্যমস্তিষ্ক, পনস্, লঘুমস্তিষ্ক এবং সুষুম্নাশীর্ষক।অথবা, হাইপোথ্যালামাসের অবস্থান ও কাজ লেখো।

মস্তিস্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ নীচের ছকে দেখানো হল:

মস্তিষ্কের অংশঅবস্থানকাজ
1. সেরিব্রাল কর্টেক্স বা গুরুমস্তিষ্ক (Cerebral cortex) : এটি দুটি গোলার্ধে বিভক্ত, যথা-বাম গোলার্ধ এবং ডান গোলার্ধ। গোলার্ধদ্বয় করপাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে। গুরুমস্তিষ্কটি অসংখ্য ভাঁজ (জাইরাস) ও খাঁজ (সালকাস) নিয়ে গঠিত।এটি অগ্রমস্তিষ্কে অবস্থিত এবং করোটির বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত।(i) গুরুমস্তিষ্ক প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে।
(ii) চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ ইত্যাদি স্পর্শ বোধ নিয়ন্ত্রণ করে।
2. থ্যালামাস (Thalamus): মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দু-পাশে গুরুমস্তিষ্কের নীচে অবস্থিত দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশবিশেষ। একে গুরুমস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে।
এটি অগ্রমস্তিষ্কের অংশ, যা গুরুমস্তিষ্কের নীচে অবস্থিত।(i) প্রেরক স্থান: ঘ্রাণ প্রবাহ ছাড়া সবরকম সংজ্ঞাবহ স্নায়ুপ্রবাহ থ্যালামাসের মধ্য দিয়ে গুরুমস্তিষ্কে প্রবেশ করে।
(ii) প্রতিবর্তী কেন্দ্রঃ থ্যালামাস একটি গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র। বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়াগুলি (যেমন-ক্রোধ, পীড়ন) থ্যালামাসের মধ্যেই ঘটে।
3. হাইপোথ্যালামাস (Hypothalamus): এটি শ্বেত পদার্থ ও ধূসর পদার্থের সমন্বয়ে গঠিত। ধূসর পদার্থ বিক্ষিপ্তভাবে হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস বা স্নায়ুকেন্দ্র গঠন করে।(i) হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে।
(ii) এটি ক্ষুধা, তৃয়া, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে।
4. মধ্যমস্তিষ্ক (Mid brain): এটি টেকটাম ও সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত। টেকটাম চারটি গোলাকার স্ফীতি (সুপিরিয়র ও ইনফিরিয়র কলিকিউলাস) নিয়ে গঠিত।অগ্রমস্তিষ্ক ও পশ্চাদ্‌দদ্মস্তিষ্কের মাঝখানে অবস্থিত।(i) দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে।
(ii) অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে
5. পনস্ বা যোজক (Pons): এটি। পশ্চাদ্‌ মস্তিষ্কের অংশ। এটি মধ্যমস্তিষ্কের সঙ্গে লঘুমস্তিষ্ক ও সুষুম্নাশীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করে। পনস্-এর অঙ্কদেশ উত্তলাকার এবং পৃষ্ঠদেশ সমতলাকার।পনস্ মধ্যমস্তিষ্কের নীচে এবং সুষুম্নাশীর্ষকের ওপরে অবস্থিত।(i) পনস্-এ অবস্থিত মূত্রনালি নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রসো পেশির সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগে সহায়তা করে।
(ii) পনস্-এ অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়া হার নিয়ন্ত্রণ করে।
6. লঘুমস্তিষ্ক (Cerebellum): এটি পশ্চাদ্‌ মস্তিষ্কের অংশ। দুটি গোলার্ধ নিয়ে গঠিত। গোলার্ধ দুটি ভারমিজ নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে।পনস্ ও সুষুম্নাশীর্ষকের সংযোগস্থলে করোটির পশ্চাদ্ভাগে অবস্থিত।(i) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
(ii) প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে।
7. মুযুদ্ধাশীর্ষক (Medulla oblongata): এটি পশ্চাদ্‌ মস্তিষ্কের অংশ, যা পনস্- এর নীচ থেকে শুরু করে সুষুম্নাকান্ডের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত শাঙ্কবাকার অংশ।এটি পনস্ ও সুষুম্নাকাণ্ডের মাঝখানে অবস্থিত।(i) হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে।
(ii) ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে।

Leave a Comment