হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে কার্যগত মিল ও অমিল উল্লেখ করো। স্নায়ুগ্রন্থির কাজ লেখো।

হরমোন ও স্নায়ুর মধ্যে কার্যগত সাদৃশ্য হল উভয়ই জীবদেহে সমন্বয় সাধনের কাজ করে।

হরমোনস্নায়ু
1. এটি উদ্ভিদদেহে প্রধানত সমন্বায়ক রূপে কাজ করে।1. এটি প্রাণীদেহে প্রধানত সমন্বায়ক রূপে কাজ করে।
2. এটি রাসায়নিক সমন্বায়ক।2. এটি ভৌত সমন্বায়ক।
3. ক্রিয়াশেষে ধ্বংস হয়।3. অবিকৃত থাকে।
4. ক্রিয়া মম্বর ও দীর্ঘস্থায়ী / সুদর প্রসারী।4. ক্রিয়া দ্রুত ও তাৎক্ষণিক।

স্নায়ুপ্রদির কাজ:- (i) স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ু উৎপন্ন হয় (উদাহরণস্বরূপ গ্যাসেরিয়ান স্নায়ুগ্রন্থি থেকে IX, X, XI ও XII করোটায় স্নায়ু উৎপন্ন হয়। (ii) স্নায়ুতন্ত্রকে ক্ষরণের মাধ্যমে সিস্ত রাখে।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment