স্নায়ু বা নার্ভ কাকে বলে? স্নায়ু কত প্রকারের? তাজের সংক্ষিপ্ত বিবরণ দাও।

সংজ্ঞা:- রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম নামক যোগকলার আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতত্ত্ব বা স্নায়ুত গুচ্ছকে স্নাই বা নার্ড (nerve) বলে।

স্নায়ুর শ্রেণিবিভাগ: গঠন অনুযায়ী আয়ু দু-রকমের হয়, যেমন-

① মেডুলেটেড স্নায়ু:- মেডুলারিযুক্ত স্নায়ুতস্তু দ্বারা গঠিত স্নায়ুকে মেডুলেটেড স্নায়ু বলে। এইরকম স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত থাকে।

② নন-মেডুলেটেড স্নায়ু:- মেডুলাবিহীন স্নায়ুতন্তু দ্বারা গঠিত
স্নায়ুকে নন্-মেডুলেটেড স্নায়ু বলে। এইরকম স্নায়ু অটোনোমিক স্নায়ুতন্ত্রে অবস্থিত থাকে।

কাজ অনুযায়ী স্নায়ু নিম্নলিখিত তিন রকমের হয়, যথা-

① অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নার্ভ:- যে স্নায়ু রিসেপটর থেকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা (stimuli) বহন করে, তাকে অন্তর্বাহী স্নায়ু বা আফ্যারেন্ট নার্ভ বলে। এই স্নায়ু সেনসরি নিউরোন্সের স্নায়ুতত্ত্ব দ্বারা গঠিত হওয়ায় এই রকম স্নায়ুকে সংজ্ঞাবহ স্নায়ু বা সেনসরি নার্ভ (sensory nerve) বলা হয়। অলফ্যাক্টরি (১ম করোটি স্নায়ু), অপটিক (২য় করোটি স্নায়ু), অডিটরি (অষ্টম করোটি স্নায়ু) ইত্যাদি এই রকমের স্নায়ু

② ‘বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ:- যে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
থেকে ইফেকটরে সাড়া (response) বহন করে, তাকে বহির্বাহী .. স্নায়ু বা ইফারেন্ট নার্ভ বলা হয়। মোটর নিউরোনের স্নায়ুতন্ডু দ্বারা এই স্নায়ু গঠিত হওয়ায় একে আজ্ঞাবহ স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু বা মোটর নার্ভ (motor nerve) বলে। স্পাইনাল অ্যাকসেসরি (একাদশ করোটি স্নায়ু) এবং হাইপোগ্লসাল (দ্বাদশ করোটি স্নায়ু) • প্রভৃতি হল এই রকমের স্নায়ু।
③ মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ:- যে স্নায়ু উভয়মুখে স্নায়ুস্পন্দন
বহন, করে (রিসেপটর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেকটরে) এবং যে স্নায়ু সেনসরি ও মোটর, উভয় প্রকার স্নায়ুতন্ডু দ্বারা গঠিত, তাকে মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ বলে। ফেসিয়াল (সপ্তম করোটি স্নায়ু), ভেগাস (দশম করোটি স্নায়ু) ইত্যাদি এই রকমের স্নায়ু।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment