নিউরোনের কাজ:- নিউরোনের প্রধান কাজ হল উদ্দীপনা বা স্নায়ুস্পন্দন বহন করা। সংজ্ঞাবহ বা সেনসরি নিউরোন রিসেপটর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং আজ্ঞাবহ বা মোটর নিউরোন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেকটরে স্নায়ুস্পন্দন বহন করে।
অ্যাক্সন ও ডেনড্রনের পার্থক্য:-
| অ্যাক্সন | ডেনড্রন |
| 1. এটি স্নায়ুকোশের আজ্ঞাবহ প্রবর্ধক। | 1. এটি স্নায়ুকোশের সংজ্ঞাবহ প্রবর্ধক। |
| 2. এটি দীর্ঘ। | 2. এটি ক্ষুদ্র। |
| 3. এটি সাধারণত শাখাবিহীন অথবা স্বল্প শাখাযুক্ত। | 3. এটি অসংখ্য শাখাপ্রশাখাযুক্ত। |
| 4. এটি নিউরিলেমা ও মায়েলিন আবরণযুক্ত। | 4. এটি নিউরিলেমা ও মায়েলিন আবরণহীন। |
| 5. এর মধ্যে সোয়ান কোশ থাকে। | 5. এর মধ্যে সোয়ান কোশ থাকে না। |
| 6. এর মধ্যে নিজল দানা থাকে না। | 6. এর মধ্যে নিজল দানা থাকে। |
| 7. এর মধ্যে র্যানভিয়ারের পর্ব থাকে। | 7. এর মধ্যে র্যানভিয়ারের পর্ব থাকে না। |
| ৪. এটি স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী স্নায়ুকোশ বা ইফেকটরে বহন করে নিয়ে যায়। | ৪. এটি স্নায়ুস্পন্দন রিসেপটর থেকে অথবা পূর্ববর্তী স্নায়ুকোশ থেকে কোশদেহে বহন করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর