নিয়ত বায়ু বলতে কী বোঝ? যে-কোনো একটি নিয়ত বায়ুপ্রবাহের পরিচয় দাও।

নিয়ত বায়ু: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে কতকগুলি স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয় থাকার জন্য কতকগুলি বায়ুও সারাবছর ধরে ওই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়গুলির দিকে নিয়মিতভাবে নির্দিষ্টপথে প্রবাহিত হয়। এদের বলে নিয়ত বায়ু।

ভূপৃষ্ঠে তিন প্রকার নিয়ত বায়ুপ্রবাহ লক্ষ করা যায়। এগুলি হল-[1]আয়ন বায়ু, [2] পশ্চিমা বায়ু এবং[3]মেরু বায়ু।

[1] আয়ন বায়ু: উভয় গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, সেই বায়ু দুটিকে বলা হয় আয়ন বায়ু।

অন্য নাম

‘আয়ন’ কথাটির অর্থ ‘পথ’। আগেকার দিনে নিয়মিতভাবে নির্দিষ্ট পথ ধরে এই বায়ুপ্রবাহের সাহায্যে পালতোলা জাহাজে বাণিজ্য করার সুবিধা হত বলে এই বায়ুপ্রবাহকে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়।

শ্রেণিবিভাগ

আয়ন বায়ু দু-প্রকার-

1. উত্তর-পূর্ব আয়ন বায়ু: উত্তর গোলার্ধের উপক্রান্তীয় বা কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেল-এর সূত্রানুসারে একটু ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। একে উত্তর-পূর্ব আয়ন বায়ু বলা হয়।

2. দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু: দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যাওয়ার সময় ফেরেল-এর সূত্রানুসারে একটু বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে একে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু বলা হয়।

বৈশিষ্ট্য

1. উত্তর গোলার্ধে প্রবাহের গতিবেগ: উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় (বেশি বাধাপ্রাপ্ত হয় বলে) উত্তর-পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু কম, ঘণ্টায় 15-25 কিলোমিটার।

2. দক্ষিণ গোলার্ধে প্রবাহের গতিবেগ: দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় (কম বাধাপ্রাপ্ত হয় বলে) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর গতিবেগ একটু বেশি, ঘণ্টায় 25-35 কিলোমিটার।

3. প্রবাহ অঞ্চল: আয়ন বায়ু সাধারণত নিরক্ষরেখার দু-দিকে 5° থেকে 25° অক্ষাংশের মধ্যে (অর্থাৎ দুটি গোলার্ধ মিলে 50° থেকে 60° অক্ষরেখা জুড়ে) সারাবছর প্রবাহিত হয়।

4 . উয়তা ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা: ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ কম উন্ন অঞ্চল থেকে বেশি উয় অঞ্চলে প্রবাহিত হয় বলে এই বায়ুর উয়তা ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।

জলবায়ুতে প্ৰভাৰ

1.স্থলভাগের উপর প্রবাহের জন্য উত্তর গোলার্ধে এই বায়ু বৃষ্টিপাত ঘটায় না|

2. অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে উন্ন অঞ্চলের দিকে প্রবাহিত হয় বঙ্গে আয়ন বায়ু ক্রমশ উন্ন হয়। তাই আয়ন বায়ুর গতিপথে মহাদেশসমূহের পশ্চিমভাগে বৃষ্টিপাত হয় না, বড়ো বড়ো মরুভূমি (সাহারা, কালাহারি, আটাকামা, আরবীয় মরুভূমি প্রভৃতি) সৃষ্টি হয়েছে।

3. দক্ষিণ গোলার্ধের যেসব অংশে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু সমুদ্রের ওপর দিয়ে বয়ে আসে, সেখানে বৃষ্টিপাত হয়।

Leave a Comment