পার্থক্য লেখো-(i) হাইপোন্যাস্টি ও এপিন্যাস্টি, (ii) থিগমোন্যাস্টি ও সিসমোন্যাস্টি, (iii) ফটোট্যাকটিক ও ফটোট্রপিক।

হাইপোন্যাস্টি ও এপিন্যাস্টির মধ্যে পার্থক্য:-

বিষয়হাইপোন্যাস্টিএপিন্যাস্টি
সংজ্ঞাপাতা কিংবা পত্রবৃন্তের নিম্নতলীয় কোশগুলির অস্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধির দরুন পাতার ঊর্ধ্ব অভিমুখে বক্রতা প্রাপ্তি যে চলনের ফলে সম্পন্ন হয়, তাকে হাইপোন্যাস্টি বলা হয়।উদ্ভিদের পাতার উপরতলীয় কোশগুলির অস্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধির দরুন কিংবা পত্রবৃন্তের উপরিতলীয় কোশগুলির অস্বাভাবিক দৈর্ঘ্য বৃদ্ধির দরুন পাতাগুলি নীচের দিকে বেঁকে যায়, এই ধরনের চলনকে এপিন্যাস্টি বলা হয়।
হরমোনের প্রভাবহাইপোন্যাস্টি জিব্বারেলিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।এপিন্যাস্টি অক্সিন ও ইথিলিন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সংগঠনএই ধরনের চলন বৃত্যংশ ও দলাংশের অঙ্কীয় তলে সম্পন্ন হয়।এটি বৃত্যংশ ও দলাংশের পৃষ্ঠীয় তলে সম্পন্ন হয়।
কাজএই ধরনের চলনের ফলে ফুল বন্ধ হয়ে যায়।এটি ফুল ফোটাতে/ উন্মোচনে সাহায্য করে।
উদাহরণএই ধরনের চলন পরিণত ফুলে দেখা যায়।এটি মুকুল থেকে ফুল ফোটার সময় লক্ষ করা যায়।
বিষয়থিগমোন্যাস্টিসিসমোন্যাস্টি
সংজ্ঞাএই ধরনের উদ্দীপক নিয়ন্ত্রিত বক্র চলনে উদ্দীপকের স্পর্শের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।এই ধরনের উদ্দীপক নিয়ন্ত্রিত বক্র চলন স্পর্শশ্চর্জীয় আঘাত দ্বারা সম্পন্ন হয়ে থাকে।
উদাহরণDrosera-র পত্রকে দেখা যায় (পতঙ্গকে ধরার কৌশল)Mimosa pudica-র পত্রমূলের (পালভিনাসে রসস্ফীতিজনিত চাপের হেতু পাতাগুলি নুয়ে পড়ো।
বিষয়ফোটোট্যাকটিক চলনফোটোট্রপিক চল
সংজ্ঞাআলোক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের অঙ্গের গমন।উদ্ভিদের আলোক য ‘নিয়ন্ত্রিত দিক-নির্ণীত চলন।
স্থানান্তরএক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।স্থান পরিবর্তন ঘটে না।
উদাহরণএই ধরনের চলন/গমন বিভিন্ন এককোশী উদ্ভিদে যথা volvox, chlamydomonus ইত্যাদিতে দেখা যায়।এটি উন্নত উদ্ভিদে মূলের অগ্রভাগে দেখা যায়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment