ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য:-
| ট্যাকটিক | ট্রপিক | ন্যাস্টিক |
| 1. ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। | 1. ট্রপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। | 1. ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। |
| 2. এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবে ঘটে। | 2. এই প্রকার চলন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয়। | 2. এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। |
| 3. ট্যাকটিক চলন হরমোন (অক্সিন) দ্বারা প্রভাবিত হয় না। | 3. ট্রপিক চলন হরমোন (অক্সিন) দ্বারা প্রভাবিত হয়। | 3. ন্যাস্টিক চলন হরমোন (অক্সিন) দ্বারা প্রভাবিত হয় না। |
| 4. প্রধানত নিম্নশ্রেণির জলজ উদ্ভিদে পরিলক্ষিত হয়। | 4. উচ্চশ্রেণির উদ্ভিদে পরিলক্ষিত হয়। | 4. উচ্চশ্রেণির উদ্ভিদে পরিলক্ষিত হয়। |
| 5. এটি একপ্রকার সামগ্রিক চলন। | 5. এটি একপ্রকার বক্স চলন। | 5. এটি একপ্রকার বক্র চলন। |
| 6. উদাহরণ: শৈবালের দিকে আলোকের চলন। | 6. উদাহরণ: উদ্ভিদ অঙ্গের আলোর উৎসের দিকে চলন। | 6. উদাহরণঃ স্পর্শ করলে লজ্জাবতীর পাতা মুদে যায়। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর