বিভিন্ন ধরনের ট্যাকটিক চলনের বিবরণ দাও।

 বিভিন্ন ধরনের ট্যাকটিক চলন:- বহিঃস্থ উদ্দীপকের উৎসের অভিমুখ ও তীব্রতা উভয় দ্বারা প্রভাবিত হয়ে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন বলে। এটি নিম্নলিখিত প্রকারের হয়-

①ফোটোট্যাকটিক:- আলোক উদ্দীপকের উৎস অভিমুখে উদ্ভিদের সমগ্র দেহের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক বলে। কয়েক প্রকার শৈবালে এরকম চলন দেখা যায়।

②থার্মোট্যাকটিক:- উয়তার প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের স্থানান্তরকে থার্মোট্যাকটিক বলে। পাতাশ্যাওলা নামে উদ্ভিদের পাতায় কোশের প্রবাহ এই ধরনের গমনের বা চলনের উদাহরণ।

③হাইড্রোট্যাকটিক:- জল উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে ট্যাকটিক চলন হয় তাকে হাইড্রোট্যাকটিক বলে। যেমন শৈবাল শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে গমন করে।

④গ্যালভানোট্যাকটিক:- বৈদ্যুতিক শক্তির প্রভাবে উদ্ভিদে যে ট্যাকটিক চলন হয় তাকে গ্যালভানোট্যাকটিক চলন বলে। কপিতয় ব্যাকটেরিয়া, শৈবালে এরূপ গমন দেখা যায়।

⑤রিওট্যাকটিক:- জলস্রোতের প্রভাবে কতিপয় শৈবালে এই ধরনের গমন দেখা যায়।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment