ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন হরমোনগুলি স্টেরয়েড হরমোন। এদের উৎস ও কাজগুলি ছকে দেখানো হল:
| হরমোন | উৎস | কাজ |
| 1. ইস্ট্রোজেন (Oestrogen) | ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ( ফলিকল (ডিম্বথলি)। | ⅰ) বয়ঃসন্ধিকালে এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে জনন অঙ্গের পরিবর্তন ঘটে। জরায়ুর আকার বৃদ্ধি পায়। স্তনগ্রন্থিতে মেদ সঞ্চারিত হয়ে স্তনগ্রন্থির আকার বৃদ্ধি পায়। (ii) এই হরমোনের প্রভাবে স্ত্রীদেহে ঋতুচক্রের আবর্তন নিয়মিত হয়। (ii) পশ্চাৎ পিটুইটারির অক্সিটোসিন হরমোনের সহায়তায় ইস্ট্রোজেন প্রসবের সূত্রপাত করে। |
| 2. প্রোজেস্টেরন (Progesterone) | ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীত গ্রন্থি। | (i) এই হরমোন স্ত্রীদেহে অমরা গঠনে, এবং গর্ভাবস্থায় ভ্রুণের বৃদ্ধিতে সাহায্য করে। (ii) এর প্রভাবে ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয় এবং গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ থাকে। (iii) গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বৃদ্ধি এবং প্রসবকালে প্রসবপথের প্রসারণ ঘটায়।’ |
| 3. টেস্টোস্টেরন (Testosterone) | শুক্রাশয়ের লেডিগ-এর আন্তরকোশে। | (i) এই হরমোনের প্রভাবে পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। (ii) এই হরমোন পুরুষদের গৌণ যৌনলক্ষণের প্রকাশ ঘটায়। (iii) এই হরমোন পুরুষদেহে BMR বৃদ্ধি করে এবং প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর