মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলির অবস্থান দেখাও এবং তাদের থেকে নিঃসৃত হরমোনগুলি কী কী?

মানবদেহের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থিগুলির নাম ও অবস্থান এবং ওই সমস্ত গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন :-

অন্তঃক্ষরা গ্রন্থিঅবস্থাননিঃসৃত হরমোন
1. হাইপোথ্যালামাসমস্তিষ্কে থ্যালামাসের নীচে।ADH, অক্সিটোসিন।
2. পিটুইটারিমস্তিষ্কের মূলদেশে করোটির স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্ঠে।(i) অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোন-STH, TSH, ACTH, GTHI
(ii) মধ্যভাগ থেকে নিঃসৃত হরমোন-MSH বা ইন্টারমিডিন।(iii) পশ্চাদ্ভাগ থেকে নিঃসৃত হরমোন-ADH এবং অক্সিটোসিন।
3. পিনিয়াল বডি (Pineal body)মস্তিষ্কের করপাস ক্যালোসামের নীচে।(i) মেলাটোনিন, (ii) গ্লোমেরুলোট্রপিন।
4. থাইরয়েড (Thyroid)শ্রীবাদেশে ল্যারিংসের নীচে ট্রাকিয়ার দু-পাশে।(i) থাইরক্সিন (T4), (ii) ট্রাই-আয়োডো-থাইরোনিন (T3), (iii) ক্যালসিটোনিন।
5. প্যারাথাইরয়েড (Parathyroid)থাইরয়েডের পৃষ্ঠদেশে।(i) থাইরক্সিন (T4), (ii) ট্রাই-আয়োডো-থাইরোনিন (T3), (iii) ক্যালসিটোনিন।
প্যারাথহরমোন।
6. থাইমাস (Thymus)থাইরয়েডের নীচে ট্রাকিয়ার অঙ্কদেশে।থাইমোসিন।
7. আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস (Islets of Langerhans)অগ্ন্যাশয়।(i) ইনসুলিন (ẞ কোশথেকে),
(ii) গ্লুকাগন (a-কোশ থেকে)
(iii) সোমাটোস্টেটিন (-কোশ থেকে)।
৪. অ্যাড্রেনাল (Adrenal)বৃক্কের ওপরে।(i) অ্যাড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন গ্লুকো-কর্টিকয়েড মিনারেলো-কর্টিকয়েড এবং যৌন-কর্টিকয়েড; (ii) অ্যাড্রেনাল মেডালা থেকে নিঃসৃত হরমোন অ্যাড্রেনালিন ও নর্-অ্যাড্রেনালিন।
9. শুক্রাশয় (Testis)পুরুষ দেহে স্ক্রোটাম নামক থলির মধ্যে।টেস্টোস্টেরন।
10. ডিম্বাশয় (Ovary)স্ত্রীদেহে জরায়ুর দুপাশে।ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন।

দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment