অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিনের পার্থক্যগুলি হল:-
| অক্সিন | জিব্বেরেলিন | সাইটোকাইনিন |
| 1. নাইট্রোজেনঘটিত জৈব যৌগ। এর রাসায়নিকউপাদানC,H,O.NI | 1. নাইট্রোজেনবিহীন টারপিনয়েড জাতীয় জৈব যৌগ। এর রাসায়নিক উপাদান-C, H, OΙ | 1. নাইট্রোজেনঘটিত পিউরিন জাতীয় জৈব যৌগ। এর রাসায়নিক উপাদান-C.H.O, NI |
| 2. অক্সিনের ক্রিয়া প্রধানত নিম্নাভিমুখী অর্থাৎ এই হরমোন পশ্চাদমুখে পরিবাহিত হয়। | 2. জিব্বেরেলিনের ক্রিয়া ঊর্ধ্ব ও নিম্ন উভয়মুখী। | 2. সাইটোকাইনিন উদ্ভিদদেহের সবদিকেই পরিবাহিত হয়। |
| 3. এই পরিবহণের পথ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অনুমান করা হয় যে, এটি ফ্লোয়েম কলা দিয়ে পরিবাহিত হয়। | 3. এই হরমোন উভয় কলা (জাইলেম ও ফ্লোয়েম) দিয়েই পরিবাহিত হয়। | 3. এই হরমোন ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত কলাকোশগুলির মাধ্যমেই পরিবাহিত হয়। |
| 4. কাণ্ড ও মূলের অগ্রাংশের কোশগুলিতে অক্সিনের আধিক্য দেখা যায়। | 4. পরিণত বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র ও পাতার বর্ধিষ্ণু কলা অঞ্চলে জিব্বেরেলিনের আধিক্য দেখা যায়। | 4. ফল ও সস্যকলায় সাইটোকাইনিন বেশি পরিমাণে থাকে। |
| 5. অক্সিন প্রধানত কোশবৃদ্ধি, উদ্ভিদ অঙ্গের অকাল মোচন রোধ করতে, অঙ্গ পরিস্ফুটনে, পার্থোনোকার্পি অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদন করতে বিশেষ কার্যকর। | 5. জিব্বেরেলিন প্রধানত ফুল সৃষ্টিতে এবং কান্ডের বৃদ্ধি ও পাতার আয়তন বৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। | 5. সাইটোকাইনিন কোশ বিভাজন, কোশ-বৃদ্ধি, উদ্ভিদ অঙ্গের বিকাশ, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ প্রভৃতিতে বিশেষ কার্যকর। |
| 6. এই হরমোন প্রধানত উদ্ভিদকোশের নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করে। | 6. এই হরমোনের এরূপ কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। | 6. এই হরমোন উদ্ভিদকোশের সাইটো-প্লাজমের বিভাজন নিয়ন্ত্রণ করে। |
| 7. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে এই হরমোনের বিশেষ ভূমিকা আছে। | 7. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে এই হরমোনের উল্লেখযোগ্য ভূমিকা নেই। | 7. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে এই হরমোনের উল্লেখযোগ্য ভূমিকা নেই। |
দশম শ্রেণির জীবন বিজ্ঞান এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর