টাকা লেখো: মহারানির ঘোষণাপত্র।

ভূমিকা: মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রি.) শেষপর্যন্ত ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দেয়।

[1] ভারত শাসন আইন: মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ‘ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং মহারানি ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন।

[2] ঘোষণাপত্র প্রকাশ: মহারানি ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারতীয় শাসনব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা প্রকাশ করেন।

[ 3] ঘোষণাপত্রের বক্তব্য: মহারানির ঘোষণাপত্রের দ্বারা জানানো হয় যে-[i] ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। [ii] স্বত্ববিলোপ নীতি বাতিল করা হবে। [iii] দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে। [iv] ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। [v] জাতিধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি  চাকরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রদান করা হবে। [vi] সরকার দেশীয় রাজ্যগুলির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে চলবে।

উপসংহার: মহারানির ঘোষণাপত্রে উল্লিখিত প্রতিশ্রুতিগুলি ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই ক্রমশ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতবাসীর ক্ষোভ, হতাশা, ঘৃণা বাড়তেই থাকে।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment