ভিল বিদ্রোহের কারণগুলি কী ছিল?

ভূমিকা: ভারতের প্রাচীন আদিবাসী বা উপজাতি সম্প্রদায়ের একটি অন্যতম শাখা ছিল ভিল উপজাতি। তারা বর্তমান গুজরাট, মহারাষ্ট্র-সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে বসবাস করত। ভিলরা ১৮১৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল। যেমন-

[1] কোম্পানির আধিপত্য: ইংরেজরা ১৮১৮ খ্রিস্টাব্দে ভিলদের বসতি অঞ্চল খান্দেশ দখল করে সেই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে ভিলরা ক্ষুব্ধ হয়।

[2] ভূমিরাজস্ব আরোপ: ইংরেজ কোম্পানি ভিল অঞ্চলে ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করে। এই রাজস্বের পরিমাণ শীঘ্রই অত্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ফলে দরিদ্র ভিলরা ক্ষতিগ্রস্ত হয়।

[3] উৎপীড়ন: ব্রিটিশ কোম্পানি ভিল কৃষকদের কাছ থেকে ভূমিরাজস্ব আদায় করতে গিয়ে তাদের ওপর ব্যাপক অত্যাচার ও উৎপীড়ন চালায়।

[4] ভিলদের ঐতিহ্য বাতিল: ব্রিটিশ কোম্পানি ভিল অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে সেই অঞ্চলে ভিলদের নিজস্ব আইন ও বিচারব্যবস্থা বাতিল করে এবং ব্রিটিশ আইন ও বিচারব্যবস্থা চালু করে। ভিলরা এই ব্রিটিশ ব্যবস্থা মেনে নিতে পারেনি।

[5] মহাজনদের শোষণ: মাড়োয়ারি সাউকার ও মহাজনরা সুকৌশলে ভিলদের তীব্র ঋণের জালে জড়িয়ে ফেলে। ভিলরা ঋণ পরিশোধে ব্যর্থ হলে তাদের ওপর নিদারুণ অত্যাচার ও নির্যাতন চালানো হত।

উপসংহার: ব্রিটিশ আধিপত্য, উপজাতিদের ওপর অত্যাচার, উৎপীড়ন এবং ভিলদের নিজস্ব আইনকানুন ও বিচারব্যবস্থার ওপর আঘাতের ফলে ভিল জাতি বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ আপাতদৃষ্টিতে ব্যর্থ হলেও এই বিদ্রোহের মাধ্যমেই ভিলরা ঐক্যবদ্ধ হয়েছিল-এ কথা অস্বীকার করা যায় না।

ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর

Leave a Comment