সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে তৎকালীন বঙ্গসমাজ
ভূমিকা: পাশ্চাত্য শিক্ষার প্রভাবে উনিশ শতকে বাংলায় শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে নবজাগরণ সংঘটিত হয় বলে অনেকে মনে করেন।
[1] অগ্রগতি: উনিশ শতকের নবজাগরণের প্রভাবে বাংলায় সাময়িকপত্র, সংবাদপত্র, সাহিত্য প্রভৃতির যথেষ্ট বিকাশ ঘটে। এগুলিতে তৎকালীন বাংলার সমাজচিত্র প্রতিফলিত হতে দেখা যায়।
[2] সাময়িকপত্র: উনিশ শতকে বাংলা থেকে প্রকাশিত সাময়িকপত্রগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল হিকির ‘বেঙ্গল গেজেট’, মার্শম্যানের ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ এবং গঙ্গাকিশোর ভট্টাচার্যের ‘বাঙ্গাল গেজেট’। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত ‘সম্বাদ প্রভাকর’, অক্ষয়কুমার দত্ত সম্পাদিত ‘তত্ত্ববোধিনী’, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী পত্রিকা’, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত ‘সোমপ্রকাশ’, স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ‘ভারতী’, রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘প্রবাসী’ প্রভৃতি সাময়িকপত্রে বাংলার সমাজ, অর্থনীতি প্রভৃতি বিষয়ে নানা রচনা প্রকাশিত হতে থাকে।
[3] সংবাদপত্র: উনিশ শতকের বিভিন্ন সময়ে বিভিন্ন বাঙালির সম্পাদনায় বেশ কয়েকটি সংবাদপত্র জনপ্রিয় হয়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’, হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ) সম্পাদিত ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’, হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ‘হিন্দু প্যাট্রিয়ট’, কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত ‘সঞ্জীবনী’, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত ‘সন্ধ্যা’, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘বেঙ্গলি’ প্রভৃতি। এসব সংবাদপত্রে সমসাময়িক বাংলার সমাজজীবনের নানা চিত্র পাওয়া যায়।
[4] সাহিত্য: উনিশ শতকে বিভিন্ন সাহিত্যেও সমকালীন বঙ্গীয় সমাজের নানা ঘটনার প্রতিফলন ঘটে। এরূপ কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্যগ্রন্থ হল কালীপ্রসন্ন সিংহ রচিত ‘হুতোমপ্যাঁচার নক্সা’, দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’, ‘দেবী চৌধুরানি’, ‘কমলাকান্তের দপ্তর’, ‘কৃষ্ণচরিত’, প্যারীচাঁদ মিত্র রচিত ‘আলালের ঘরে দুলাল’, নবীনচন্দ্র সেন রচিত ‘পলাশীর যুদ্ধ’ প্রভৃতি।
উপসংহার: উনিশ শতকে এইসকল সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যগুলি যথার্থভাবেই তৎকালীন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেছিল। সমকালীন বাংলার নেতিবাচক প্রবণতাগুলি দূর করার ক্ষেত্রেও এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
ক্লিক করুন দশম শ্রেণির ইতিহাস এর সমস্ত অধ্যায় অনুযায়ী তার সব প্রশ্নের উত্তর